আবাসে গরমিল। কোথাও নাম থাকছে না প্রকৃত উপভোক্তাদের। কোথাও আবার যার নাম থাকছে সেখানে অন্যজনের একাউন্ট নাম্বার আপডেট করা হচ্ছে। এবার বড় দুর্নীতির আশঙ্কার মেঘ দেখা দিয়েছে মালদা জেলার চাঁচল ২ নং ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ললিয়াবাড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দা নাজমুল হকের অভিযোগ, তাদের পাকা বাড়ি নেই। টিনের চালে বসবাস করে। আবেদন করেছিলেন আবাসের ঘরের জন্য। নাম ছিল তালিকায়। সেখানে দেয়া ছিল তার আধার কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার। কিন্তু এখন তিনি দেখছেন সেখানে অন্যজনের আধার কার্ড এবং একাউন্ট নাম্বার দেখাচ্ছে। এই নিয়ে ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সাথে নিজের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে আপডেট করার দাবী জানিয়েছেন।
কিন্তু প্রশ্ন উঠেছে এই ভুল কিভাবে হলো। তবে কি প্রকৃত উপভোক্তাদের ব্যবহার করে টাকা অন্য কোথাও চলে যাচ্ছে। আবাস নিয়ে চারিদিকে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এমনটাই অভিযোগ করছে বিরোধীরা।
এদিকে এই ঘটনায় তৃণমূলের বক্তব্য, আবাস যোজনায় কোন দুর্নীতির ব্যাপার নেই। এটা একটা ভুল হয়ে থাকতে পারে তবে কেউ দোষী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।